গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে চারজন মারা গেছেন।
Advertisement
মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. এম এ মোমেন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ১৮০ জন করোনা পজিটিভ হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদরে সর্বাধিক ৬৬ জন, দৌলতপুরে ৩৮ জন, কুমারখালীতে ২৭ জন, ভেড়ামারায় ১৭ জন, মিরপুরে ২০ জন ও খোকসায় ১২ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ৮৯।
এখন পর্যন্ত ৬১ হাজার ২৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫৯ হাজার ৩০৩ জনের প্রতিবেদন পাওয়া গেছে। জেলায় সাত হাজার ৫৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৪০৫ জন। মারা গেছেন ১৯৮ জন।
Advertisement
আল-মামুন সাগর/এমকেএইচ