করোনাভাইরাসে উপসর্গ নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান (৬৫) মারা গেছেন। সোমবার (২৮ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুরের ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
Advertisement
বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের ছোট ভাই গোড়াই ইউপি সদস্য শাজাহান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাদের বাড়ি উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ দিন ধরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান জ্বর, শ্বাসকষ্টসহ করোনার অন্যান্য উপসর্গে আক্রান্ত ছিলেন। রোববার (২৭ জুন) বিকেলে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।
এস এম এরশাদ/ইএ
Advertisement