আন্তর্জাতিক

ভারতের বিলাসপুর-কাণ্ডে উদ্বিগ্ন মুন

ভারতের বিলাসপুর বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করলেন জাতিসংঙ্ঘের মহাসচিব বান কি-মুন। বন্ধ্যাত্বকরণ শিবিরে ১৩ জন মহিলার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বিষয়টি ভারত সরকারের গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে জাতিসংঙ্ঘের মহাসচিব বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন।ছত্তিসগড়ের বিলাসপুরে একটি বন্ধ্যত্বকরণ শিবিরে ১৩ জন মহিলার মৃত্যুর ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। এখনও অন্তত ৭০ জন মহিলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ছত্তিসগড় সরকার। সেইসঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই ক্যাম্পের শল্যচিকিৎসাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement