ধাঁধা :১. ‘আমি তুমি একজন দেখতে একই রূপ, আমি কত কথা বলি তুমি কেন চুপ?- বলুন তো কে চুপ?২. ‘আমি হাসাই আমি কাঁদাই নই আমি প্রাণি, দেখতে এসে মোরে সদাই ক্ষণিক ভোলে ব্যথার বাণী।’- কি দেখে ব্যথা ভোলে?৩. ‘আমি যাকে মামা বলি বাবাও বলে তাই, ছেলেও তাকে মামা বলে মাও বলে তাই।’- কাকে সবাই মামা বলে?৪. ‘আমি যারে আনতে গেলাম, তাকে দেখে ফিরে এলাম। সে যখন চলে গেলো, তখন তারে নিয়ে এলাম।’- কী আনতে গিয়ে কী দেখলো?উত্তর :১. আয়না২. সিনেমা৩. চাঁদ৪. পানি ও বৃষ্টিএসইউ/এমএস
Advertisement