কাবাব খাওয়ার মজাই আলাদা। সবাই কাবাব খেতে পছন্দ করেন। সাধারণত বিভিন্ন রেস্টুরেন্ট বা কাবাবের দোকান থেকেই কিনে খাওয়া হয়ে থাকে মুখরোচক এই খাবার।
Advertisement
অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া আয়োজন সবখানেই কদর আছে কাবাবের। বিশেষ করে বর্ষার বিকেলে আড্ডার ফাঁকে খেতে পারেন বিফ কাঠি কাবাব।
অনেকেই ভেবে থাকেন ঘরে কাবাব তৈরি করা বেশ কষ্টকর। আবার চুলায় তো ভালো করে কাবাব বানানো যায় না! ইত্যাদি ভেবে ঘরে আর তৈরি হয় না কাবাব।
চাইলে ঘরেই চুলায় তৈরি করে নিতে পারবেন বিফ কাঠি কাবাব। এটি তৈরি করা খুবই সহজ এবং ঝামেলাহীন। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
Advertisement
উপকরণ
১. হাড় ছাড়া গরুর মাংস কিউব করে কেটে ছেঁচে নেওয়া ১কাপ২. আদা বাটা ১ টেবিল চামচ৩. রসুন বাটা ১ টেবিল চামচ৪. টমেটো সস ১ টেবিল চামচ৫. চিলি সস ১ টেবিল চামচ৬. পেঁপে বাটা ১ টেবিল চামচ৭. মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ
৮. গোল মরিচের গুঁড়ো ১ চা চামচ৯. জায়ফল ও জায়িত্রীর গুঁড়ো ১ চা চামচ১০. বেসন ১ কাপ১১. বেকিং পাউডার ১ চা চামচ১২. তেল পরিমাণমতো১৩. লবণ স্বাদ মতো১৪. কয়লা ১ টুকরো
পদ্ধতি
Advertisement
প্রথমে গরুর মাংস কিউব করে কেটে ছেঁচে নিতে হবে। বেসন, তেল ও বেকিং সোডা বাদে সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে।
এবার একটি স্টিকে একেকটি করে মাংসের পিস গেঁথে নিন। চাইলে এর সঙ্গে ক্যাপসিকাম ও পেঁয়াজ কিউব করে কেটে মাংসের মাঝে মাঝে গেঁথে দিতে পারেন।
এরপর ফ্রাইপ্যানে পর্যাপ্ত তেল গরম করে নিন। অন্যদিকে বেটার তৈরির জন্য বেসন, বেকিং পাউডার, মরিচের গুঁড়ো ও লবণ মিশিয়ে নিন একসঙ্গে।
এককেটি কাবাবের কাঠি বেটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিন। এপিঠ-ওপিঠ গাঢ় বাদামি করে ভেজে নিন। এরপর নামিয়ে পরিবেশন করুন পেঁয়াজের সালাদের সঙ্গে।
জেএমএস/এএসএম