জোকস

আজকের জোকস : ০৮ ডিসেম্বর ২০১৫

ম্যাডাম বলেছে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে। সৌরভ করেছেও তা। সে বাড়িতে শিখেছে, আমাদের দেশের কয়েকটি ফলের নাম- আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা প্রভৃতি। পরীক্ষায় প্রশ্ন এল- দেশের পাঁচটি ফলের নাম লিখো। সৌরভ হিসাব করে দেখল, ও শিখেছে ছয়টি ফলের নাম আর লিখতে হবে পাঁচটির নাম। তারপর সৌরভ লিখল- আমাদের দেশের পাঁচটি ফলের নাম হলো- ১. আম, ২. জাম, ৩. কাঁঠাল, ৪. লিচু, ৫. প্রভৃতি! ****স্কুলে বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষার হলে এক ছাত্রী জোরে জোরে কাঁদছে-শিক্ষক : তুমি কাঁদছ কেন? ছাত্রী : আমার রচনা কমন পড়েনি। শিক্ষক : কেন? কী এসেছে? ছাত্রী : এসেছে ‘ছাত্রজীবন’। স্যার, আমি তো ছাত্রী। ‘ছাত্রজীবন` লিখব কীভাবে?****বাবা : খোকা, পরীক্ষা কেমন দিলি?ছেলে : শুধু একটা উত্তর ভুল হয়েছে। বাবা : বাহ! বাকিগুলো সঠিক হয়েছে? ছেলে : না, বাকিগুলো তো লিখতেই পারিনি।****রফিক একবার  মাহবুবের কাছে জানতে চাইল-রফিক : আচ্ছা ভাই, আমায় একটা কথা বোঝা, কোনো কোনো লেখক শুধু জীবজন্তু নিয়ে লেখালিখি করেন। এটা কেন?মাহবুব: কারণ জীবজন্তুরা পড়তে পারে না তাই। এসইউ/এমএস

Advertisement