দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরও ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের একজন সদর হাসপাতালে ও পাঁচজন রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।

Advertisement

সোমবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টায় সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরটিপিসিআর ল্যাবে ৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪০২ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন ও জিন টেস্টে ৩ জনের নমুনায় একজন করোনা পজিটিভ হন। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা শুরু হয়েছে।

জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৩ জন। মারা গেছেন ১৩৮ জন।

Advertisement

সোহান মাহমুদ/আরএইচ/এমকেএইচ