লক্ষ্মীপুরে হত্যাচেষ্টা মামলা তুলে নিতে দেলোয়ারা বেগম নামের এক বিধবাকে ফের হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
Advertisement
রোববার (২৭ জুন) বিকেলে সদর উপজেলা মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের ওই নারী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এছাড়াও প্রতি রাতে কলাপসিবল গেট ও জানালায় ইটপাটকেল ছুড়ে মারার অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগী দেলোয়ারা একই গ্রামের চৌকিদার বাড়ির মৃত আবদুস সহিদের স্ত্রী।
Advertisement
মামলা সূত্র জানায়, গত ২৩ মে বাগানের একটি গাছ নিয়ে দেলোয়ারার সঙ্গে পাশের মোতাহের হোসেনদের বিরোধ সৃষ্টি হয়। এতে মোতাহেরসহ তার পরিবার দেলোয়ারার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। বিরোধের জেরে মোতাহের স্থানীয় ভাড়াটে লোকজন এনে তাদের ওপর হামলা করেন। একপর্যায়ে দেলোয়ারার ছেলে আজাদ হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ ঘটনায় দেলোয়ারা বাদী হয়ে একইদিন সাতজনের নাম উল্লেখ ও অচেনা ১০ জনকে আসামি করে হত্যাচেষ্টায় মামলা দায়ের করেন। পরদিন প্রধান আসামি নুর আলম ও মোতাহের হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। দুইদিন পরই মোতাহের আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আসেন।
দেলোয়ারা বেগম অভিযোগ করে বলেন, মোতাহের জামিনে বের হয়ে দলবল নিয়ে বাড়িতে এসে আমাকে হত্যার হুমকি দেন। ছেলের বউকে নিয়ে আমি একা বাড়িতে থাকি। এনিয়ে আমার ভয়ে দিন কাটে। আমি এ ঘটনার বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করে মোতাহের হোসেন বলেন, আমি চট্টগ্রাম থাকি। কে বা কারা গিয়ে তাদেরকে হুমকি দেয় আমি জানি না। আমার লোকজন যায় কিনা তাও আমার জানা নেই।
চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, মামলা তুলে নিতে হুমকির ঘটনায় এখনো আমাদের কাছে অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে আমরা আদালতে চার্জশিট দাখিল করবো।
Advertisement
কাজল কায়েস/আরএইচ/এমকেএইচ