খেলাধুলা

‘জিম্বাবুয়ে সবসময়ই ভালো দল’, সতর্ক টাইগারদের টিম লিডার

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মঙ্গলবার (২৯ জুন) ভোরে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সার্বিকভাবে জিম্বাবুয়ের চেয়ে বেশ এগিয়েই রয়েছে বাংলাদেশ দল।

Advertisement

তবে খেলা জিম্বাবুয়ের মাটিতে হওয়ায় স্বাগতিকদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই একদমই। সম্প্রতি নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে জিতেছিল জিম্বাবুয়ে। এমনকি ২০১৩ সালে সবশেষ জিম্বাবুয়ে সফরে গিয়ে কোনো সিরিজই জিততে পারেনি বাংলাদেশ।

তাই এবার আরেকটি জিম্বাবুয়ে সফরের আগে সতর্ক জাতীয় দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি। বর্তমান দলে অভিজ্ঞ পারফরমারদের কমতি থাকলেও, নিজেদের দেশে জিম্বাবুয়ে বরাবরই ভালো দল- তা মনে করিয়ে দিলেন ববি।

রোববার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে ববি বলেছেন, ‘অনেকের ধারণা জিম্বাবুয়ে বর্তমানে দুর্বল দল। কিন্তু জিম্বাবুয়ে খারাপ দল না। তারা সবসময়ই ভালো, নিজেদের দেশে আরও ভালো। আগে তো ছিল বিশ্বমানের খেলোয়াড়... ফ্লাওয়ার ভাইরা খেলত, হিথ স্ট্রিক ছিল। এখন আমরা যাওয়ার পর তারা কাদের খেলাবে, এসব না জেনে মন্তব্য করা ঠিক হবে না।’

Advertisement

২০১৩ সালে বাংলাদেশ দলের সবশেষ সফরেও টিম লিডার ছিলেন ববি। সেই অভিজ্ঞতা থেকে তার মূল্যায়ন, ‘অনেকের ধারণা জিম্বাবুয়ে আজকাল সহজ দল, কিন্তু তা না। ওরা নিজেদের মাটিতে খেলবে, ঘরের মাঠের সুবিধা পাবে। আর আমরা জিম্বাবুয়েতে যাচ্ছি প্রায় ৮ বছর পরে। এর মাঝে আর যাওয়া হয়নি। সেবারও আমি দলের সাথে ছিলাম।’

জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির বাইরে একটি দুই দিনের ও একটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের দল সম্পর্কে কোনো তথ্য দেয়নি জিম্বাবুয়ে, ‘আমরা এখনও পাইনি। জিম্বাবুয়েই দেবে ওদের প্রস্তুতি ম্যাচের স্কোয়াড। তবে কী লেভেলের দিবে, আমরা সেটা জানিনা। যেটাই দেওয়া হোক আমাদের অনুশীলন করতে হবে।’

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

একমাত্র টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

Advertisement

প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিটদ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিটতৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিটদ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিটতৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট

এর বাইরে টেস্টের আগে ৩ ও ৪ জুলাই একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজের আগে ১৪ জুলাই হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

এসএএস/এমকেএইচ