আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেয়াদ আল মালুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষ হয়েছে।
Advertisement
রোববার (২৭ জুন) বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা হয়। জানাজা শেষে তার মরদেহে গার্ড অব অনার প্রদান করেন ঢাকা জেলা প্রশাসনের পক্ষে এসিল্যান্ড মারুফা সুলতানা খান হীরামনি।
এরপর বিচারপতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতা, আইনমন্ত্রীর পক্ষে যুগ্ম সচিব হাবিবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টারের পক্ষে এআইজি মাহফুজুর রহমান আল মামুন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ আরও কয়েকটি সংগঠনের পক্ষে মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল জানান, এখন কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেয়া হয়েছে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
Advertisement
জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মো. দিলীরুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ, মো. মোখলেসুর রহমান বাদল, সাহিদুর রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ এবং সুপ্রিম কোর্টের অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেয়াদ আল মালুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার দিবাগত রাত ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেয়াদ আল মালুম। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
গত ২৫ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জেয়াদ আল মালুমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২ জুন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। জেয়াদ আল মালুম নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বেশ কিছুদিন থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
Advertisement
২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান জেয়াদ আল মালুম। সেই থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
জেয়াদ আল মালুম মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে জামায়াতে ইসলামির সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে করা মামলার বিচারে রাষ্ট্রপক্ষে বিশেষ ভূমিকা রাখেন।
এফএইচ/জেডএইচ/এমএস