পর্তুগালের স্বাস্থ্য অধিদফতর ৪ লাখের বেশি ইউরোপীয় ইউনিয়নের করোনার ডিজিটাল সনদ দিয়েছে। ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে দেয়া হয়। যারা করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন বা নেগেটিভ রিপোর্ট রয়েছে অথবা আক্রান্তের পরে সুস্থ হয়েছে এমন সবাই এই সনদের জন্য আবেদন করতে পারবেন।
Advertisement
জানা গেছে, ১ জুলাই থেকে এটি ইউরোপীয় ইউনিউনের মধ্যে ভ্রমণের সনদ হিসেবে ব্যবহৃত হবে। তাছাড়া চলতি সপ্তাহ থেকে এটি বাধ্যতামূলক যে কোনো শেষকৃত্য অনুষ্ঠান, বিয়ে বা জন্মদিনে অথবা যে কোনো সামাজিক বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেখানে ৫শ মানুষ থাকবে ইনডোরে এবং ১ হাজার মানুষ থাকবে আউটডোরে থাকবে।
এদিকে চলতি সপ্তাহে লিসবনসহ বেশকিছু শহরে ছুটির দিনে লকডাউন কার্যকর হয়েছে। শুক্রবার দুপুর ৩টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। ফলে লিসবনে প্রবেশ এবং বাইরে নিষেধাজ্ঞা আরোপ থাকবে। তবে যাদের করোনার ডিজিটাল সনদ রয়েছে তাদের প্রবেশে কোনো বাধা থাকবে না।
পর্তুগালের প্রেসিডেন্টস কাউন্সিল আগামী ১১ জুলাই পর্যন্ত দেশটিকে দুর্যোগপূর্ণ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। ১ লা মে থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া প্রতি ১৪ দিন পর পর পুনর্বিবেচনা করা হয়।
Advertisement
গত ২৪ ঘণ্টায় পর্তুগাল করোনা সংক্রমণে ২ জনের মৃত্যুর খবর দিয়েছে পর্তুগাল স্বাস্থ্য বিভাগ। এ সময়ে নতুন করে ১৬০৪ জনের করোনা পজিটিভ এসেছে যার বেশিরভাগ লিসবন এবং এর আশপাশের অঞ্চলের। আক্রান্তের মধ্যে প্রায় ৬৬ ভাগ লিসবন এবং টাগুস নদী উপত্যকার।
এদিকে পর্তুগাল করোনা টিকাদান কার্যক্রম তরান্বিত করেছে চলতি সপ্তাহে। জুলাই থেকে প্রতিদিন ১ লাখ ৩০ হাজার মানুষকে টিকা দেয়ার লক্ষ্যে কাজ করছে। বর্তমানে ৩৫ বছরের সবাইকে টিকার আওতায় নিয়ে আসছে দেশটি।
পর্তুগাল বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে তরুণ এবং যুবকরা বেশি আক্রান্ত হচ্ছে। তাই আসছে জুলাইয়ে মধ্য ভাগ থেকে ২০ বছরের সবাইকে টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
এমআরএম/জিকেএস
Advertisement