এবার পাঠকের মুখোমুখি হলেন তরুণ প্রতিশ্রুতিশীল কবি মীর রবি। গত ২৬ জুন বিকেলে রংপুরের লালবাগে ‘বই তরঙ্গ’র আয়োজনে পাঠকের সঙ্গে মিলিত হন তিনি।
Advertisement
‘বুক সাইনিং ডে’ শীর্ষক আয়োজনে কবি স্বরচিত কবিতা শোনান এবং পাঠকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আড্ডায় কবি তার কবিতা নিয়ে পাঠকের মতামত শোনেন। পাঠকও মীর রবির কবিতা আবৃত্তি করেন।
মীর রবির কবিতা নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক ও সাহিত্য পত্রিকা মননরেখার সম্পাদক ড. মিজানুর রহমান নাসিম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ ও নুরুজ্জামান খান। সঞ্চালনা করেন মাহমুদ হাসান পারভেজ।
‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৮’ ও ‘বেহুলাবাংলা বেস্ট সেলার বুক অ্যাওয়ার্ড ২০১৯’ প্রাপ্ত এ কবির প্রকাশিত কবিতার বই চারটি।
Advertisement
‘অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ’, ‘ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক’, ‘ক্রস মার্কার’ ও ‘বুড়িগঙ্গা যহন কফিনে ঢুইকা যায়’ বইসমূহ কবিতাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে।
তিনি কবিতার প্রকরণ, ব্যাকরণ ও প্রাঞ্জলতার পাশাপাশি সামঞ্জস্য মিথের শব্দগভীর ব্যবহার ও উত্তরাধুনিক কবিতা কাঠামো নির্মাণের জন্য সুনাম অর্জন করেছেন।
অনলাইন সাহিত্যপত্রিকা ‘ককপিট’র সম্পাদনা করছেন মীর রবি। বিভিন্ন সময়ে গণমাধ্যমে ফিচার বিভাগেও কাজ করেছেন তিনি। আজীবন কবিতার সঙ্গেই কাটিয়ে দিতে চান মীর রবি।
এসইউ/জিকেএস
Advertisement