দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের।

Advertisement

রোববার (২৬ জুন) সকালে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন, ঈশ্বরগঞ্জের ফিরোজা বেগম (৬৮) ও একই জেলার ধোবাউড়ার আইরিন (১৪)।

আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন, গৌরীপুরের জমিলা খাতুন (৫৬), সদরের জামিলা (৭৫) ও শাহিনা (৩৮), মুক্তাগাছার হাবিবুর (৮৫), শেরপুরের নুরুল হক (৭০) ও রানী (৫০), টাঙ্গাইলের সাহাদাত (৫২) ও নজরুল ইসলাম (৭৫)।

Advertisement

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনজন ও বাকি সাতজন করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মমেকের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৬২ শতাংশ।’

মঞ্জুরুল ইসলাম/এসএমএম/জেআইএম

Advertisement