আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ও মৃত্যু সামান্য কমেছে

পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ও মৃত্যু সামান্য কমেছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। এই সময়ে দৈনিক সংক্রমণও সামান্য কমেছে।

Advertisement

রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৯৪ জন। তাদের মধ্যে উত্তর ২৪ পরগনার বাসিন্দা ২২৯ জন। কলকাতায় ১৭৬ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে।

এছাড়া পশ্চিম মেদিনীপুরে ১৭৫ জন, দার্জিলিংয়ে ১৭২ জন, জলপাইগুড়িতে ১১৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১১৮ জন, হাওড়ায় ১১০ জন, হুগলিতে ১০৯ জন ও পূর্ব মেদিনীপুর ১০৮ জন সংক্রমিত হয়েছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৪ লাখ ৯৩ হাজার ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। তাদের মধ্যে উত্তর ২৪ পরগনায় ৯ জন, কলকাতায় ৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন ও নদিয়ায় ৩ জন মারা গেছেন।

Advertisement

এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও হাওড়ায় একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে রাজ্যে মোট ১৭ হাজার ৫৮৩ জন কোভিডের বলি হয়েছেন।

এদিকে শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে মোট চার লাখ ১৭ হাজার ৬১১ জনকে টিকা দেয়া হয়েছে।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৩৪৮টি করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে নতুন সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও এর দৈনিক হার সামান্য বেড়ে হয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ। যদিও সংক্রমণের মোট হার কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৬৬ শতাংশে।

বিএ/জিকেএস

Advertisement