মিয়ানমার থেকে নাফনদী সাঁতরে কক্সবাজারের টেকনাফে প্রবেশ করেছে দুটি বুনো মা হাতি। শনিবার (২৬ জুন) হাতি দুটি উদ্ধার করে বনাঞ্চলে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।
Advertisement
তিনি বলেন, নাফনদী সাঁতরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন এলাকা দিয়ে বনাঞ্চলে প্রবেশের চেষ্টা করছিল হাতি দুটি। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর হাতি দুটি পাহাড়ের দিকে ঢুকিয়ে দেয়া সম্ভব হয়।
হাতি দুটি ঠিক মিয়ানমার থেকে আসছিল কিনা বলা যাচ্ছে না। তবে গত বছরের আগস্ট মাসে মিয়ানমার থেকে সাঁতরে আরও একটি হাতি এসেছিল।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ এনাম বলেন, হাতি দুটি নাফনদী পেরিয়ে জালিয়া পাড়া ঢুকে পড়ে। পরে সেটি উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।
Advertisement
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস