সৌদি আরবের জেদ্দায় রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়ার (পশ্চিমাঞ্চল) এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুন) রাতে জেদ্দার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত হয়।
Advertisement
সভায় সংগঠনের সভাপতি ও চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের পরিচালনায় বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি (বাংলা ভিশন প্রতিনিধি) সোহেল রানা, সহ-সভাপতি (এটিএন বাংলার সৌদি আরব প্রতিনিধি) সাজিদুল ইসলাম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক (আরটিভির জেদ্দা প্রতিনিধি) হানিস সরকার উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক (এসএ টিভির জেদ্দা প্রতিনিধি) উপস্থিত ছিলেন।
এছাড়া বাহার উদ্দিন বকুল (জিটিভির সৌদি আরব প্রতিনিধি) সেলিম আহমেদ, (চ্যানেল২৪ এর সৌদি আরব প্রতিনিধি) সৈয়দ আহমদ ভূইয়া, (মোহনা টিভির জেদ্দা প্রতিনিধি) মোহাম্মদ ফিরোজ, (ডিবিসির জেদ্দা প্রতিনিধি) রঞ্জু আহমেদ, (সময় টিভির জেদ্দা প্রতিনিধি) আল মামুন শিপন, (এশিয়ান টিভির জেদ্দা প্রতিনিধি) কাউসার আবদুস সালাম, (চ্যানেল এস’র জেদ্দা প্রতিনিধি) ইকবাল প্রধান, (জয়যাত্রা টিভির জেদ্দা প্রতিনিধি (মোহাম্মদ নূর আলম ও (সি-প্লাস টিভির সৌদি আরব প্রতিনিধি) খলিল চৌধুরী উপস্থিত ছিলেন।
এ সময় মক্কা ও জেদ্দার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সভাপতি এম ওয়াই আলা উদ্দিন বলেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যেই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হবে।
Advertisement
এদিকে মহামারি করোনার সময়ও জেদ্দা থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে কাজ করায় আরটিভি ঢাকা অফিস থেকে ভালো কাজের প্রসংশাপত্র পাওয়ায় আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শেষে দেশ-বিদেশে করোনায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিসহ সাংবাদিক মোহাম্মদ ফিরোজের মা ও রঞ্জু আহমেদের পিতার মৃত্যুতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এমআরএম/এমকেএইচ
Advertisement