দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া পুরুষের সংখ্যা ১০ হাজার এবং নারীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। শনিবার (২৬ জুন) ৭৭ জনের মৃত্যুর ফলে মোট মৃতের এ সংখ্যা দাঁড়িয়েছে।
Advertisement
এ পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০ হাজার ৪৩ জন এবং নারী ৪ হাজার ১০ জন। আনুপাতিক হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর ৭১ দশমিক ৪৭ শতাংশ পুরুষ ও ২৮ দশমিক ৫৩ শতাংশ নারী।
শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ জন, বেসরকারি হাসপাতালে ৭ জন, বাসায় ৪ জন এবং হাসপাতালে আনার পথে একজন মারা যান।
Advertisement
এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৫৪ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৭ জনের মধ্যে বয়সের হিসেবে দশোর্ধ্ব ১ জন, বিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ১৩ জন, পঞ্চাশোর্ধ্ব ১৭ জন এবং ষাটোর্ধ্ব ৩৮ জন মারা যান।
একই সময়ে করোনায় মৃত ৭৭ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ৯ জন, খুলনায় ১৯ জন, বরিশালে ১ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জনের মৃত্যু হয়।
এমইউ/এমএইচআর/জিকেএস
Advertisement