দেশজুড়ে

আড়াইহাজারে আ.লীগ নেতার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান ও ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বেদেন মিয়ার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগ উঠেছে।

Advertisement

শনিবার (২৬ জুন) পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার ছোট ফাউসা গ্রামে আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান অবৈধ বিদুৎ সংযোগ দিয়ে একটি গ্যারেজে অটো ও ইজিবাইক চার্জ দিয়ে আসছিলেন। অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়া হয়।

একই ইউনিয়নের উজান গোপিন্দীতে স্থানীয় ইউপি সদস্য বেদেন মিয়ার গরুর খামারের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনিও দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন।

Advertisement

পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত রয়েছে।

মো. শাহাদাত হোসেন/আরএইচ/এমকেএইচ