দেশজুড়ে

সিলেটে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১২২

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও তিনজনের মৃত্যু ও নতুন করে ১২২ জন সংক্রমিত হয়েছেন।

Advertisement

শনিবার (২৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতদের সবাই সিলেট জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১২২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। এর মধ্যে ৬৪ জন সিলেট জেলার বাসিন্দা, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে সাতজন, মৌলভীবাজারে ৪১ জনের করোনায় সংক্রমিত হন।

বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯২৯ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেটে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৯১ জন। এছাড়া সুনামগঞ্জে দুই হাজার ৯৩৪ জন, হবিগঞ্জে দুই হাজার ৬৩৩ জন ও মৌলভীবাজারে দুই হাজার ৮৭১ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

Advertisement

সেখানে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৫০ জন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ২৩ হাজার ১৯১ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১৫ হাজার ৭১২ জন, সুনামগঞ্জে দুই হাজার ৮০৯ জন, হবিগঞ্জে দুই হাজার ৯৮ জন ও মৌলভীবাজারে দুই হাজার ৫৭২ জন।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, বিভাগে এখন পর্যন্ত ৪৬২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে সিলেটে ৩৭৮ জন, সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৪ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেট জেলার নয় জন ও মৌলভীবাজারের আরও তিনজন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৯ জন। এর মধ্যে সিলেটে ২৮১ জন, সুনামগঞ্জে ছয়জন, হবিগঞ্জে দুইজন, মৌলভীবাজারে ১০ জন।

ছামির মাহমুদ/আরএইচ/এমকেএইচ

Advertisement