দেশজুড়ে

কুমিল্লায় ১৮০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির ১৮০টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকা থেকে হাইওয়ে পুলিশ এ কচ্ছপগুলো উদ্ধার করে। সন্ধ্যায় কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের একটি দল সোমবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান চালায়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখি ঈগল পরিবহনের একটি বাস থামিয়ে এতে তল্লাশি চালিয়ে ওই বাসের যাত্রীদের মালামাল রাখার বাক্স থেকে ৩টি বস্তায় ভর্তি ১৮০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়। মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ নাজিম উদ্দিন জানান, কচ্ছপ পাচারের সঙ্গে কাউকে আটক করা যায়নি, তবে সন্ধ্যায় এগুলো কুমিল্লা কোটবাড়িস্থ বন বিভাগের কর্মকর্তা আবদুল কাদেরের কাছে হস্তান্তর করা হয়েছে।কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

Advertisement