দেশজুড়ে

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় আরও ৮৭ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৭ জন। শনাক্তের হার শতকরা ২৪ দশমিক ২৩ ভাগ। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫৯ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৫৭ জন, মধুপুরে ১১ জন, কালিহাতীতে আটজন, ধনবাড়ীতে চারজন, মির্জাপুরে তিনজন, দেলদুয়ারে দুইজন, নাগরপুর ও বাসাইলে একজন করে আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ৪৮২ জন। আর করোনায় জেলায় মোট মারা গেছেন ১০৭ জন।

Advertisement

তিনি আরো জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৪৩৪ জন রোগী ভর্তি হন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১৫ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬৭ জনকে।

বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চারজন ও সাধারণ শয্যায় ১৮ জন ভর্তি রয়েছেন। আর কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে একজনসহ জেলায় সর্বমোট ৩১ জন চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল, এলেঙ্গা ও কালিহাতী পৌর এলাকায় চলছে সাতদিনের লকডাউন। টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের কঠোর লকডাউনের পঞ্চমদিন ও কালিহাতী পৌর এলাকায় দ্বিতীয়দিন অতিবাহিত হচ্ছে।

এদিকে তিনটি পৌর এলাকায় বন্ধ রয়েছে গণপরিবহন। তবে কঠোর বিধিনিষেধের মধ্যে সড়কে মানুষ ও যানবাহন চলাচল করছে। খোলা রয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। এছাড়া লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। লকডাউনের আওতাধীন পৌর এলাকাগুলোতে পুলিশের বিশেষ চেকপোস্ট ও টহল রয়েছে।

Advertisement

আরিফ উর রহমান টগর/এসএমএম/জিকেএস