ঢাকার আশপাশের ৭ জেলায় কঠোর লকডাউন চলছে। তবে বাবুবাজার ব্রিজ দিয়ে অসংখ্য মানুষকে ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে। তারা পরিবহন না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে রাজধানীতে আসছেন।
Advertisement
শনিবার (২৬ জুন) সকালে ঢাকার অন্যতম ব্যস্ত প্রবেশ পথ বাবুবাজার ব্রিজ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, শত শত মানুষ বাবুবাজার ব্রিজ দিয়ে ঢাকায় প্রবেশ করছেন। সাত জেলায় লকডাউন চলায় ব্রিজ দিয়ে কোনো বাস চলছে না। যাত্রীরা কোনো উপায় না পেয়ে পণ্যবাহী ট্রাক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানে চড়ে গাদাগাদি করে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্রিজ পার হচ্ছেন। অনেকে কোনো উপায় না পেয়ে পায়ে হেঁটে ব্রিজ পার হচ্ছেন।
লালবাগ বিভাগ ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শহীদুল ইসলাম বলেন, ‘পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহন ও ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি। তাদের আটক করে শাস্তির আওতায় আনা হচ্ছে।’
Advertisement
কোতয়ালি ট্রাফিক জোনের পরিদর্শক এ কে এম মঞ্জুরুল ইসলাম বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান করে ব্রিজ দিয়ে চলাচল অবৈধ। আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। তাদের আটক করা হচ্ছে।’
জেএ/এএএইচ/এমএস