দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে একদিনে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪০

চাঁপাইবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Advertisement

এছাড়া একই সময়ে জেলায় ৩০৩ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরটিপিসিআর ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৩২টি নমুনায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় শনিবার সকাল থেকে তাদের বাড়িতে চিকিৎসা দেয়া শুরু হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭৩ জন চিকিৎসা নিচ্ছেন।

Advertisement

এদিকে জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৯০৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৪৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর জেলায় করোনায় মারা গেছেন ১৩০ জন।

এর আগেরদিন চাঁপাইনবাবগঞ্জে করোনায় পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া একই সময়ে জেলায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১২ দশমিক ৮০ শতাংশ।

সোহান মাহমুদ/এসএমএম/এমএস

Advertisement