খেলাধুলা

শেষ চারের আগে মাশরাফির ফিটনেস পরীক্ষা

চট্টগ্রামে জয়হীন সিলেট সুপার স্টারসের বিপক্ষে শুধু ম্যাচটাই হারেনি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স হারিয়েছে পেসার মাশরাফিকেও। ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ার পর ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষের জোরাজুরিতে বাধ্য হয়ে ব্যাটসম্যান হিসাবেই খেলছেন তিনি। ব্যাটসম্যান হিসেবে খেললেও সম্পূর্ণ ফিট নন মাশরাফি। শেষ চারের লড়াইয়ে মাঠে নামার আগে তাকে একবার ফিটনেস পরীক্ষা দিতে হবে। এমন তথ্য নিজেই দিলেন মাশরাফি। সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বরিশাল বুলসকে ৭ উইকেটে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে নিজের ইনজুরি সম্পর্কে তিনি বলেন, “জাতীয় দলের ফিজিওকে দেখিয়েছি, আমার একটা ‘গ্রেড অন টিয়ার (মাংসপেশিতে টান)’ আছে। এ মুহুর্তে বোলিং করতে পারছি না। সেমিফাইনালের আগে আমাকে ফিটনেস টেস্ট দিতে হবে। তারপরও চিন্তা ভাবনা করছি। এখন পর্যন্ত সব ঠিক আছে। এতো সিরিয়াস কিছু না।”মাশরাফির যে পরিস্থিতি তাতে তাকে খেলতে হলে কিছু শর্ত জুড়ে দিয়েছেন বিসিবির চিকিৎসকরা। ফিল্ডিং করার সময় জোরে দৌড়ানো যাবে না। হঠাৎ জোরে দৌড় দেয়া নিষেধ। দৌড়ালেও হঠাৎ থেমে যাওয়া নিষেধ। বেশ সতর্কতার সঙ্গে ফিল্ডিং করার জন্য পরামর্শ দেয়া হয়েছিল মাশরাফিকে। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জোরে দৌড়াচ্ছি না। জোরে দৌড়ালে হয়ত লাগতে পারে। সতর্কভাবে খেলছি। আগেও বলেছি ওনারা (ফ্র্যাঞ্চাইজি) চাচ্ছে আমাকে মাঠে থাকবে। দেখা-শোনা তারা করবে। মাঠে দাঁড়িয়ে থেকেই এখন খেলতে হচ্ছে। দৌড়ানোর চেস্টাও করছি না। কোনো চাপও নেই। আমি এখন চাপমুক্ত হয়ে খেলতে পারছি।’দলে আর কোন দেশি সিনিয়র খেলোয়াড় নেই। থাকলে তার ওপর দায়িত্ব দিয়ে মাশরাফি বিশ্রাম নিতে পারতেন। ফলে একরকম বাধ্য হয়েই নেতৃত্ব দিতে হচ্ছে বলে জানান মাশরাফি। নচেৎ বিদেশিদের উপর ভরসা করতে হবে; কিন্তু দেশি খেলোয়াড়দের বিদেশিরা খুব ভালোভাবে জানে না। যে কারণে তাকে চোট নিয়ে হলেও খেলার এই ঝুঁকি নিতে হচ্ছে বলে জানান মাশরাফি। আট ম্যাচে খেলে ছয় জয় নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার একই মাঠে সন্ধ্যা সাড়ে ৬ টায় রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের নবম ম্যাচে প্রথম দুইয়ে অবস্থানের লক্ষ্যে মাঠে নামবে দলটি।আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement