সংসদের বৈঠক আগামী ১৬ নভেম্বর রোববার বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি ঘোষণা করেন।এর আগে দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বৃহস্পতিবার বিকেলে থেকে শুরু হয়। এই অধিবেশন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সংসদ ভবনে সংসদ ‘কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশ গ্রহণ করেন। প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল ৪টায় শুরু হবে। প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।এছাড়া কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুসেইন মুহম্মাদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, চীফ হুইপ আ.স.ম ফিরোজ, মইন উদ্দিন খান বাদল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন। -বাসস
Advertisement