গোপালগঞ্জে যতই দিন যাচ্ছে ততই করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২৯ নমুনা পরীক্ষায় ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
Advertisement
জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৬৬ জন। মারা গেছেন ৫১ জন। প্রতিদিনই করোনা শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে।
গত এক সপ্তাহে জেলায় করোনা শনাক্তের হার ৪৮% শতাংশ। জনগণ সচেতন না হলে ও স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।
Advertisement
এদিকে করোনা সংক্রমণ রোধে জেলার পাঁচটি উপজেলাতেই চলছে সর্বাত্মক লকডাউন। লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
মেহেদী হাসান/এসআর/জেআইএম