সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। টানা তিনদিন ধরে জেলায় গড়ে প্রতিদিন ১২৫ জন করে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন।
Advertisement
এছাড়া সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও বিভাগে চারজনের মৃত্যু হয়। একইসময় সিলেট বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৫ জন।
শুক্রবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৮০৭ জনে। এদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৪২৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯২৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬২৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৩০ জন রয়েছেন।
Advertisement
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ১৫৫ জনের মধ্যে ৮৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে পাঁচজন, হবিগঞ্জের আটজন ও মৌলভীবাজারে ৩৬ জন রয়েছেন।
অপরদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৪ রোগী। একইদিনে সিলেট বিভাগে সুস্থ হয়েছে আরও ১০০ জন। এদের মধ্যে সিলেটের ৭৭ জন, সুনামগঞ্জের ছয়জন, হবিগঞ্জের চারজন, ও মৌলভীবাজারের ১৩ জন রয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ৪৫৯ জন। এদের মধ্যে সিলেটের ৩৭৫ জন, সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৪ জন রয়েছেন।
এদিকে সিলেটের চার জেলায় বর্তমানে ২৯১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ২৭৬ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ছয়জন, হবিগঞ্জে দুজন ও মৌলভীবাজারে সাতজন চিকিৎসা নিচ্ছেন।
Advertisement
ছামির মাহমুদ/এসএমএম/জেআইএম