চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সদর হাসপাতালে ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চারজন মারা গেছেন।
Advertisement
এছাড়া একই সময়ে জেলায় ৪৯২ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৮০ শতাংশ।
শুক্রবার (২৫ জুন) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৯২ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় শুক্রবার সকাল থেকে তাদের বাড়িতে চিকিৎসা দেয়া শুরু হয়েছে। এছাড়া বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭৩ জন চিকিৎসা নিচ্ছেন।
Advertisement
এদিকে এর আগেরদিন চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। একই সময়ে জেলায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৮০ শতাংশ।
প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৮৬৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৬ জন। আর করোনায় মারা গেছেন ১২৬ জন।
সোহান মাহমুদ/এসএমএম/জিকেএস
Advertisement