দেশজুড়ে

দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনিত প্রার্থীকে আওয়ামী লীগের দালাল হিসেবে উল্লেখ করে তার মনোনয়ন পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলের বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল। সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজী ইসরাইল বলেন, একটি কুচক্রি মহলের মদদে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক দলের হাইকমাণ্ডকে ভুল বুঝিয়ে একজন বিতর্কিত নেতাকে দলের মনোনয়ন দিয়েছেন। এতে নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দলের মনোনিত মেয়র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে দালাল হিসেবে উল্লেখ করে বলেন, দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও বিগত দিনে আওয়ামী লীগের নির্বাচন করেছেন। অবিলম্বে তার মনোনয়ন বাতিলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার বাধন, কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা সেলের সদস্য সচিব ক্যাপ্টেন সালাহ উদ্দিন শেলু, বিএনপি নেতা মাসুদুল হাসান, জেলা জাসাসের সভাপতি সন্দীপ রায়, ইসমাইল হোসেন মধু, আমিনুল ইসলাম আশফাক, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ উপস্থিত ছিলেন। নূর মোহাম্মদ/এমএএস/পিআর

Advertisement