জাতীয়

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিলেন আরও ২৬০৭ জন

দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকাদান আজও (২৪ জুন) অব্যাহত রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৪ জুন) দেশের আট বিভাগে সর্বমোট দুই হাজার ৬০৭ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৫৩৪ জন এবং নারী এক হাজার ৭৩ জন।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪২ লাখ ৮১ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৩৫ হাজার ১৪২ জন এবং নারী ১৫ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৫ এপ্রিল পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা নেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। টিকা নিতে ইচ্ছুক মোট নিবন্ধনকারীর সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

Advertisement

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারী দুই হাজার ৬০৭ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৭৩০ জন, চট্টগ্রামে ৬০৮ জন, রংপুরে ১১০ জন, বরিশালে ১৩৯ জন এবং সিলেট বিভাগে ২০ জন টিকা নিয়েছেন।

এমইউ/এআরএ/জিকেএস