নারী নির্যাতন প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ প্রশাসনের সঙ্গে সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট তাসলিমা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. আশরাফুল আলম। এছাড়া মতবিনিময় সদর উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, নারী নির্যাতন প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। আমি এ জেলায় যোগদানের পর থেকেই নারী নির্যাতন প্রতিরোধের ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিয়েছি। তবে পুলিশের পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধে নারী জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর
Advertisement