দেশজুড়ে

দিনাজপুরে রেকর্ড ৪৮৩ জনের করোনা শনাক্ত

দিনাজপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮৩ জন। জেলায় এই প্রথম একসঙ্গে এতজনের করোনা শনাক্ত হলো। এর আগে গত ১৭ জুন জেলায় ২৭৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয় যা ছিল তখন পর্যন্ত সর্বোচ্চ।

Advertisement

বৃহস্পতিবার (২৪ জুন) দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় ১ হাজার দুই জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। সে হিসেবে আক্রান্তের হার ৪৮ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৩১৩, হাকিমপুরে ৪৮, বিরামপুরে ৪২, বোচাগঞ্জে ২০, পার্বতীপুরে ১৬, বীরগঞ্জে ১০, নবাবগঞ্জে ১০, চিরিরবন্দরে নয়, ফুলবাড়ীতে সাত, বিরলে পাঁচ, খানসামায় দুই ও কাহারোল উপজেলায় এক জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় দিনাজপুর সদর উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট ১৫৮ জনের মৃত্যু হলো। আর করোনা উপসর্গ নিয়ে চলতি মাসে ২৬ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

এমদাদুল হক মিলন/এমআরআর/জিকেএস