রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩১৪ জন করোনা পজিটিভ। এ হিসেবে করোনা সংক্রমণের হার ১৯ দশমিক ১৫ শতাংশ।
Advertisement
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টা পর্যন্ত রাজশাহীতে মোট নমুনা পরীক্ষা হয় ১ হাজার ৬৪০ জনের। এরমধ্যে আরটিপিসিআর মেশিনে ৩৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১২৯ জন।
সিভিল সার্জন আরও জানান, রাজশাহীর ৯ উপজেলায় মোট ২৬১ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করা হয়। এতে শনাক্ত হন ৫৯ জন। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) থেকে ৯৫৭ জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ১০৭ জন শনাক্ত হয়েছেন। আবার জিন এক্সপার্ট টেস্ট করা হয় ৪২ জনের, এতে শনাক্ত হন ১৯ জন।
Advertisement
করোনা পরীক্ষার বিষয়ে বিষয়ে উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ১৮৮ জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৪ শতাংশ।
ফয়সাল আহমেদ/এসজে/এমকেএইচ