আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই রাজ্যে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯২৫ জন।

Advertisement

এর আগে মঙ্গলবার শনাক্ত হয়েছিল এক হাজার ৮৫২ জন। সবশেষ পশ্চিমবঙ্গে করোনা শনাক্ত বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৮৭ হাজার ৩৬৩ জনে।

এছাড়া পশ্চিমবঙ্গে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৪৭ জন। ফলে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। রাজ্যটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৪৭৫ জনে।

বুধবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের করোনা বিষয়ক বুলেটিনে এ তথ্য জানা যায়।

Advertisement

এদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৫৫ হাজার ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩ দশমিক ৪৬ শতাংশ।

এছাড়া পশ্চিমবঙ্গে করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৭ জন।

কলকাতায় করোনা শনাক্তের সংখ্যা ১৭৮ জন। আর ২১৬ জন শনাক্ত হয়েছে উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় শনাক্তের সংখ্যা যথাক্রমে ১২৫, ১৩৫ ও ১০৬ জন।

এদিকে পুরো ভারতে করোনা সংক্রমণ তিন কোটি ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা তিন কোটি ৮২ হাজার ১৬৯ জনে। আর মোট মারা গেছেন তিন লাখ ৯২ হাজার ১৪ জন। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

Advertisement

জেডএইচ/এএসএম