দেশজুড়ে

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিতে গিয়ে মিলল ফেনসিডিল

বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিতে গিয়ে পুলিশ পেল ৫৯ বোতল ফেনসিডিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

Advertisement

বুধবার (২৩ জুন) বিকেল ৬টার দিকে উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপিনাথপুর বাসস্ট্যান্ডে চত্বরে মোটরসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাস্তার পার্শ্ববর্তী এক চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় আহতরা তাদের কাছে থাকা ব্যাগ খুঁজতে থাকে।

তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল যায় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। কিন্তু তারা হাসপাতালে যেতে আগ্রহী না হয়ে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে সন্দেহ হলে পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে ৫৯ বোতল ফেনসিডিল পায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আটক করে মোটরসাইকেলসহ থানায় আনা হয়।

Advertisement

আটকরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চালা গ্রামের সাইফুল আলমের ছেলে জান্নাতুল ফেরদাউস রাসেদ (৪০), একই গ্রামের মৃত ইউসুফ খান এর ছেলে রাসেল খান (৪০)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, দিনাজপুর থেকে মোটরসাইকেলযোগে ফেনসিডিল বহন করে সিরাজগঞ্জ যাওয়ার পথে মাদক কারবারিরা সড়ক দুর্ঘটনায় আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসজে/এএসএম

Advertisement