দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের কৃষি উপকরণ বিতরণ

হাওড় এলাকায় কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণ, সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিজয়নগর উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত কৃষি সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়ার সভাপতিত্বে কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু নাছের, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেছা শিউলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. তানভীর ভূইয়া প্রমুখ।পরে সমাবেশ শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা বিজয়নগর উপজেলার পাঁচটি কৃষি ভিত্তিক সমিতির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে পাঁচটি ধান ও গম কাটার মেশিন বিতরণ করেন।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি

Advertisement