আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ ফাহাদ রহমান। বাংলাদেশ পুলিশের এই আন্তর্জাতিক মাস্টার ৯ খেলায় পেয়েছেন ৮ পয়েন্ট।
Advertisement
বুধবার শেষ রাউন্ডে মোহাম্মদ ফাহাদ রহমান হারিয়েছেন ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে। ৭ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান রানারআপ, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত চতুর্থ, স্পোর্টস বাংলার ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান পঞ্চম ও বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ষষ্ঠ হয়েছেন।
সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে সপ্তম হতে ত্রয়োদশ স্থান লাভ করেন যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির গোলাম মোস্তফা ভূঁইয়া, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মোঃ আবু হানিফ ও বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও হেড অব গেমস এন্ড স্পোর্টস এফ, এম, ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করবেন।
Advertisement
আরআই/আইএইচএস/জেআইএম