স্বাস্থ্য

সিনোফার্মের টিকা নিলেন আরও ৫৬৯২ জন

সারাদেশে চীনের তৈরি সিনোফার্মের করোনা টিকা নিয়েছেন আরও ৫ হাজার ৬৯২ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৪৭৫ জন এবং নারী ৩ হাজার ২১৭ জন।

Advertisement

বুধবার (২৩ জুন) দেশের বিভিন্ন হাসপাতালে তারা টিকা নেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশের আট বিভাগে সিনোফার্মের টিকা নিয়েছেন ২৭ হাজার ৯৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ২২ জন এবং নারী ১৪ হাজার ৯৪৬ জন।

আজ টিকাগ্রহণকারী ৫ হাজার ৬৯২ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৫৪১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬৩ জন, রাজশাহী বিভাগে ৬২৮ জন, রংপুর বিভাগে ৮৪২ জন, খুলনা বিভাগে ১ হাজার ১৩৫ জন, বরিশাল বিভাগে ১৭১ জন ও সিলেট বিভাগে ৩৬৫ জন টিকা নেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আজ ৭৯৯ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩২০ জন ও নারী ৪৭৯ জন।

Advertisement

গত ১৯ জুন থেকে রাজধানীসহ সারাদেশে চীনের উপহার দেয়া ১১ লাখ ডোজ করোনা টিকাদান শুরু হয়। তার আগে রাজধানীর কয়েকটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে এই টিকা দেয়া হয়।

এমইউ/এমএসএইচ/এএসএম