দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকাদান আজ মঙ্গলবারও (২৩ জুন) অব্যাহত রয়েছে। এদিন দেশের আট বিভাগে দুই হাজার ৭৬৬ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৮০৯ ও নারী ৯৫৭ জন।
Advertisement
এ নিয়ে দ্বিতীয় ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ৭৯ হাজার ১৬৯ জনে। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৩৩ হাজার ৬০৮ এবং নারী ১৫ লাখ ৪৫ হাজার ৫৬১ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ২৫ এপ্রিল পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। টিকা নিতে ইচ্ছুক মোট নিবন্ধনকারীর সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে দ্বিতীয় ডোজের টিকাগ্রহণকারী দুই হাজার ৭৬৬ জনের মধ্যে ঢাকা বিভাগে দুই হাজার ৬ জন, চট্টগ্রামে ৫৩৩, রংপুরে ৮০, খুলনায় ৩৯ এবং বরিশালে ১০৮ জন রয়েছেন।
Advertisement
এমইউ/এএএইচ/এএসএম