জাতীয়

ঢাকার চেয়ে খুলনায় একদিনে দ্বিগুণ মৃত্যু

দেশে টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে। যা ঢাকা ও রাজশাহী বিভাগে একদিনে মৃতের সংখ্যার প্রায় দ্বিগুণ এবং চট্টগ্রামের চেয়ে পাঁচগুণ বেশি।

Advertisement

বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী—করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫৫ ও নারী ৩০ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রামের সাতজন, রাজশাহীর ১৮ জন, খুলনার ৩৬ জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন। এছাড়া বরিশাল, রংপুরে একজন করে মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Advertisement

বুধবার (২৩ জুন) পর্যন্ত সর্বমোট মৃত ১৩ হাজার ৭৮৭ জনের মধ্যে ঢাকা বিভাগে সাত হাজার ৪৩৪ জন (৫৩ দশমিক ৯২ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৬২০ জন (১৯ শতাংশ), রাজশাহী বিভাগে ৯১৬ জন (৬ দশমিক ৬৪ শতাংশ), খুলনা বিভাগে ১ হাজার ৬৪ জন (৭ দশমিক ৭২ শতাংশ), বরিশাল বিভাগে ৪১০ জন (২ দশমিক ৯৭ শতাংশ), সিলেট বিভাগে ৫০৬ জন (৩ দশমিক ৬৭ শতাংশ), রংপুর বিভাগে ৫৪৮ জন (৩ দশমিক ৯৭ শতাংশ), ময়মনসিংহ বিভাগে ২৮৯ (২ দশমিক ১০ শতাংশ) জনের মৃত্যু হয়।

এমইউ/এএএইচ/এএসএম