হেফাজত নেতা মাওলানা নাসির উদ্দিন মুনিরকে চট্টগ্রাম জেলা বিশেষ শাখার পুলিশ সদস্য সোলাইমান অপহরণ মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
বুধবার (২৩ জুন) বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানা পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আতিকুর রহমান।
তিনি বলেন, গ্রেফতার হেফাজত নেতা নাসির উদ্দিন মুনিরকে জিজ্ঞাসাবাদের জন্য এক মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে জেলা গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত ২১ জুন দুপুরে হাটহাজারী থেকে থানা পুলিশের সহায়তায় মাওলানা নাসিরকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের একটি টিম। তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-মহাসচিব ও হাটহাজারী উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ছিলেন।
Advertisement
এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলার আসামি মাওলানা নাসির উদ্দিন।
মিজানুর রহমান/এমএসএইচ/এএসএম