স্বাস্থ্য

অধিক সংক্রমিত জেলায় বেশি বেশি অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে

দেশের সীমান্তবর্তী ও যেসব জেলায় করোনা সংক্রমণের হার বেশি সেসব এলাকায় অধিক সংখ্যক অ্যান্টিজেন পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন।

Advertisement

বুধবার (২৩ জুন) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে তিনি এ কথা বলন।

ডা. রোবেদ আমিন বলেন, যাদের মধ্যে করোনার উপসর্গ রয়েছে, তাদের অ্যান্টিজেন পরীক্ষা করলে পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে যাবে। যেসব উপজেলায় ও সীমান্তবর্তী এলাকায় করোনা শনাক্ত বেশি হচ্ছে সেসব এলাকায় বেশি বেশি সংখ্যক অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে।

তিনি জানান, স্বাস্থ্য অধিদফতরের কাছে পর্যাপ্ত অ্যান্টিজেন টেস্ট কিট মজুত আছে। ইতোমধ্যে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হয়েছে। অ্যা ন্টিজেন টেস্টের সংখ্যা বৃদ্ধি পেলে শনাক্তও বাড়বে।

Advertisement

এমইউ/এমএসএইচ/এএসএম