দেশজুড়ে

রাজবাড়ীতে আজও লকডাউন চলছে ঢিলেঢালাভাবে

রাজবাড়ীতে দ্বিতীয় দিনেও ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। লকডাউন উপেক্ষা করে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই বিভিন্ন অজুহাতে বাড়ি থেকে বের হচ্ছে মানুষ। এসময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব কোনোটাই মানা হচ্ছে না।

Advertisement

বুধবার (২৩ জুন) সকাল থেকেই জেলা শহরের বড়পুল থেকে বড় বাজার এলাকায় এমন চিত্র দেখা যায়। রাস্তা ও বাজারে অবাধে চলাচল করছে মানুষ।

লকডাউনের দ্বিতীয় দিনে সরেজমিন দেখা যায়, শহরের সড়কগুলোতে ইজিবাইক, রিকশা, মোটরসাইকেল, মাহিন্দ্রা, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক, কাভার্ডভ্যান ও নসিমন চলতে দেখা গেছে। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন। এদিকে লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশের কঠোর অবস্থান।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে খোলা রয়েছে মুদি দোকান, মিষ্টি ও খাবারের হোটেল, চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।

Advertisement

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ১১১ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ৫৬ দশমিক ৭ শতাংশ।

শহরের রিকশাচালক ফারুক মিয়া বলেন, ‘বাড়িতে বসে থাকলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। এছাড়া কিস্তিসহ নানা ঝামেলা রয়েছে। ফলে রিকশা নিয়ে রাস্তায় এসেছি। কিন্তু পুলিশ রিকশার চাবি নিয়ে যাচ্ছে। তারা রাস্তায় না থেকে বাড়িতে চলে যেতে বলছেন।’

পথচারী রবিন মল্লিক বলেন, ‘বাজার করতে যাচ্ছি। রাস্তায় রিকশা ও ইজিবাইক তেমন দেখা যাচ্ছে না। তাই হেঁটে যাচ্ছি।’

রুবেলুর রহমান/এসএমএম/এমকেএইচ

Advertisement