দেশজুড়ে

যশোরে আরও ১২১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭

যশোরে গত ২৪ ঘণ্টায় ৩৪৩টি নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার ৩৫ শতাংশ। একইসময়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত দুজন ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান।

তিনি জানান, জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৮জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৫৩ জন। করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও সাতদিন।

সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ এলাকাভিত্তিক থেকে জেলাজুড়ে সম্প্রসারণ করা হয়েছে। যা কার্যকর করতে এবার আরও কঠোর হবে প্রশাসন। ওষুধের দোকান ছাড়া নিত্যপণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে।

Advertisement

মিলন রহমান/এসজে/এমকেএইচ