দেশজুড়ে

খুমেকে ৫৬৪ নমুনা পরীক্ষায় ২২৪ জনের করোনা শনাক্ত

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ নমুনা পরীক্ষায় ২২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে শুধু খুলনা মহানগর ও জেলার ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২২ জুন) খুমেক উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে মঙ্গলবার ৫৬৪ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪৪৮ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে মোট ২২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্তদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৮৪ জন, বাগেরহাটের ২৭ জন, যশোরের সাতজন, পিরোজপুরের তিনজন, সাতক্ষীরার একজন, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন।

Advertisement

আলমগীর হান্নান/এসআর/এমএস