দেশজুড়ে

করোনাভাইরাস : দিনাজপুরে ২২ দিনে ৫০ জনের মৃত্যু

গত ২২ দিনে দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে ২৭ জন ও উপসর্গে ২৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১০ জনের শরীরে করোনায় আক্রান্ত হয়েছেন। এসময়ে মারা গেছেন দুইজন। জেলায় আক্রান্তের হার ৪৪ শতাংশ। জেলায় এক হাজার ১৪১ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দিনাজপুর সদর উপজেলায় দ্বিতীয় দফায় সাতদিনের কঠোর লকডাউনের প্রথম দিন আজ। সর্বত্র পালিত হচ্ছে ঢিলেঢালা লকডাউন।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস

Advertisement