সাহিত্য

এখন সময় যুদ্ধের, প্রতিরোধের ও অন্যান্য কবিতা

আবু আফজাল সালেহ

Advertisement

রংধনু ও তুমি

আকাশে মেঘ ওড়ে—অপেক্ষা করছি, দু’ফোঁটা বৃষ্টির জন্যরংধনুর জন্য।

মেঘ ঝরিয়ে আসুক—দু’ফোঁটা বৃষ্টিএকটি রংধনু।

Advertisement

দয়িতা, তুমি আর বাদ থাকবে কেন?—তুমিও এসোমেঘ হয়ে উড়ে যায়—তারপর না হয় বৃষ্টি হয়ে রংধনু হয়ে যায়।

****

এখন সময় যুদ্ধের, প্রতিরোধের

এখন সময় যুদ্ধের, প্রতিরোধেরএখন গোলাপের পরিবর্তে হাতে শোভা পাক মেশিনগান, কলমপ্রেমিকার ঠোঁটের জায়গায় কার্তুজঅবহেলায় প্রতিরোধশোষণে ঘৃণা।

Advertisement

ফিলিস্তিন জ্বলছে সেই কবে থেকেইবৈরুত মশুল বাগদাদ অগ্নিকুণ্ডনৈশব্দে মানবতার দেয়াল ভেঙে গেছেবিবেক উবে গেছে অনেক আগেইগণতন্ত্রের নামে ভাওতাবাজি, দেখানো বুলিবোমার গন্ধ, অস্ত্রের ঝনঝনানিতে কম্পিত প্রিয় ভূমিতাই সমস্ত পৃথিবীই এখন যুদ্ধক্ষেত্র।

আমরা এখন যোদ্ধা নিজের ভূমি পাবার জন্যহাপিত্যেশ করছি গণতন্ত্রের জন্যলড়াই স্বৈরাচারীর বিরুদ্ধেলড়াই অসত্যের বিরুদ্ধেলড়াই নিজের বাস্তুভিটা ফিরে পাবার জন্য।

আঁচ বেড়ে টগবগে রক্ত এখন দাউ দাউ করে জ্বলছেনিশপিশ করছে হাতগুলো—লুণ্ঠনকারী ও হরণকারীর গালে থাপ্পড় দেওয়ার জন্যগাজাবাসীর চোখের মতো চোখ দিয়ে অগ্নিনিক্ষেপ হচ্ছেজ্বলন্ত ভিসুভিয়াসের অগ্নিমুখের লাভা বের হচ্ছে কলমের নিব দিয়ে।হ্যালোসিনেশনে ভুগছি এখন—সবাই যেন শত্রুমুখ!

এখন কী করব আমি!প্রেমিকা, তুমি সরে দাঁড়াওআমার চোখে ভাসে এখন পোড়াস্বদেশতোমার ঠোঁটের চেয়ে কার্তুজের উষ্ণতা বেশি প্রয়োজনতোমার হাতের পরিবর্তে মেশিনগান কম হালকাবেহায়া-বিবেক, নির্লজ্জ-মানবতার মুক্তির জন্য কালি বেশি দরকারি।

এখন ঘুরে দাঁড়ানোর সময়এখন সাপলুডু খেলার প্রতি বিদ্বেষফেরিওয়ালাদের প্রতি করুণা দেখানোর সময় এখনগুড়িয়ে দিতে হবে মেকিএই যুদ্ধক্ষেত্রে আমরা সবাই সৈনিক—কেউ আমাদের, কেউ শত্রুপক্ষের।

****

পাকা গমক্ষেতের সৌন্দর্য

নীলিমায় শাদামেঘের মিনারআকাশপারে পারাবত ওড়েসোনাবালুতীরে ঝাউবন—সবুজ ঢেউনীল নোনাজলের গর্জন, পাড় ভাঙেঅতল-রহস্যে সুউচ্চ নারিকেলবীথির উচ্ছ্বাস।

এমন সেন্টমার্টিনে এক কবিতা দাঁড়িয়েতার ছেড়ে দেওয়া আঁচল—পাঁকা গমক্ষেতের দুলে ওঠা ঢেউয়ের সৌন্দর্য ওড়ে।

এসইউ/জিকেএস