তথ্যপ্রযুক্তি

ইন্টেল প্রসেসরে ইন্টেল সিকিউরিটি অধিক কার্যকর

সফটওয়্যার রিভিউকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিখ্যাত একটি নাম টম’স গাইড। সারাবিশ্বের আইটি বোদ্ধারা এই প্রতিষ্ঠানটির রিভিউ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে।সম্প্রতি ইন্টেল সিকিউরিটির নতুন পণ্য ‘ম্যাকাফি লাইভসেফ’ রিভিউ করতে গিয়ে একটি নতুন সুবিধা টম’স গাইড গবেষকদের নজরে আসে। তা হচ্ছে- তাদের রিভিউকৃত অন্য যে কোনো সিকিউরিটি সফটওয়্যারের তুলনায় ইন্টেল সিকিউরিটি ইন্টেল-বেইজড ল্যাপটপে বেশি কার্যকরী হচ্ছে।এ প্রসঙ্গে তারা ম্যাকাফি রিপ্রেজেন্টিটিভদের সঙ্গে বলা বলে জেনেছে- ম্যাকাফি প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের ইন্টেলের ল্যাবে প্রবেশাধিকার আছে এবং এর মাধ্যমে তারা ইন্টেল সিকিউরিটির সঙ্গে সিস্টেমের হার্ডওয়্যার পারফরম্যান্সের উন্নতিতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।উল্লেখ্য, ম্যাকাফি বিশ্বের সবচেয়ে বড় সিকিউরিটি সফটওয়্যার ব্র্যান্ড যাকে ২০১১ সালে ইন্টেল কর্পোরেশন কিনে নেয় এবং ২০১৪ সাল থেকে ইন্টেল সিকিউরিটি নামে বাজারজাত করছে। এআরএস/পিআর

Advertisement