দেশজুড়ে

টাঙ্গাইলে করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দশকের ঘর পেরিয়ে ১০১-এ দাঁড়াল।

Advertisement

মঙ্গলবার (২২ জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এতথ্য জানান।

মৃতদের মধ্যে একজন কালিহাতী উপজেলার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং অপরজন সখীপুর উপজেলার ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩৫টি নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৬ দশমিক ১১ শতাংশ।

Advertisement

আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৫৩, কালিহাতীতে ১৫, দেলদুয়ারে ১৩, ঘাটাইলে ১০, মির্জাপুরে আট, নাগরপুরে ছয়, মধুপুরে তিন, গোপালপুরে তিন, বাসাইলে দুই, ভূঞাপুরে দুই ও ধনবাড়ী উপজেলায় ছয়জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৪০৪ জন।

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

Advertisement