দেশজুড়ে

নোয়াখালীতে আরও ৬৯ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে এ সময়ে আরও ৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৪২ জনই নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা।

Advertisement

শনাক্ত অন্যদের মধ্যে বেগমগঞ্জের সাতজন, সোনাইমুড়ির একজন, চাটখিলের পাঁচজন, সেনবাগের একজন, কোম্পানীগঞ্জের সাতজন ও কবিরহাটের ছয়জন।

নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিস সোমবার (২১ জুন) রাত সাড়ে ১১টায় এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলার ৩৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৯ জন পজিটিভ শনাক্ত হন। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৮ দশমিক ৬০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৩৩৬ জনে।

Advertisement

জেলায় গত ২৪ ঘণ্টা কোনো মৃত্যু না হলেও এ পর্যন্ত ১২৯ জন মারা গেছেন। এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ২৯২ জন। সুস্থতার হার ৭০ দশমিক ৫৫ শতাংশ।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, দিন দিন সংক্রমণ বেড়েই চলছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। এছাড়া লকডাউনসহ সব সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এদিকে, জেলায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয় ইউনিয়নে তৃতীয় সপ্তাহের মতো লকডাউন চলছে। আগামী শুক্রবার (২৫ জুন) পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ইকবাল হোসেন মজনু/এএএইচ

Advertisement